Highlights from January 2023
- এখন সৌর ছাড়া অন্য সব বিদ্যুতের উৎপাদন খরচই ইউনিটপ্রতি ১০ সেন্টের অনেক ওপরে।
- ৮১২ কোটি বিনিয়োগে ১ লাখ কোটি টাকার এলএনজি ব্যয় সাশ্রয় করেছে বাপেক্স।
- বছরে ৩ বিলিয়ন ডলারের আমদানি না করে গ্যাস অনুসন্ধানে বিনিয়োগ উত্তম।
- বারবার দাম বাড়িয়ে কি গ্যাস–সংকট মেটানো যাবে?
- এলএনজি দাম খোলাবাজারে কমলেও এই জরিপে অংশ নেওয়া প্রায় ৯০% মানুষই মনে করে দামের এ নিম্নমুখী প্রবণতা দেশের বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে না।
- সৌরবিদ্যুতে মিলবে সংকটের সার্বিক সমাধান।
- ‘শুধু অতিরিক্ত বিদ্যুৎ বিল নয়, দৈনন্দিন খরচও বেড়ে যাবে’
- Bangladesh is making hefty penalty payments in dollar as demurrage for payment delays against LNG import and less-than-agreed re-gasification.
- Business leaders on said that the latest price hike of electricity would put a negative impact on industry and livelihood of people.
- The latest energy master plan does not align with Bangladesh’s clean energy targets.
- Public money is being used to shore up PDB’s losses and pay profiteering private companies.
- The government recently raised the retail price of gas by 14.5 percent to 178.9 percent for industries, power plants and commercial establishments.
- For now, the only way out for Bangladesh is to ensure uninterrupted energy for the industries and services.
- Bangladesh targets 40% power generation from clean energy by 2041. But why is it going so slow, especially when the country is suffering from problems?
সংস্থান হচ্ছে না, তবুও পরিকল্পনায় আরো সাড়ে ৮ হাজার মেগাওয়াট গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র
দেশে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন সক্ষমতা দাঁড়িয়েছে ১১ হাজার ৪৭৬ মেগাওয়াট। কিন্তু গ্যাস সংকটের কারণে প্রায় সাড়ে ৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখতে হচ্ছে। এ পরিস্থিতির মধ্যে গ্যাস এবং আমদানি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ওপর ভর করে আরো প্রায় সাড়ে ৮ হাজার মেগাওয়াট সক্ষমতার ১০টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ পরিকল্পনা করেছে সরকার। বিস্তারিত জানুন
এক সময়ের ‘দামি’ সৌরবিদ্যুৎ এখন সবচেয়ে ‘সস্তা’
পাঁচ বছর আগে দেশে নবায়নযোগ্য জ্বালানি থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ১৮ সেন্ট বা ২০ টাকার কাছাকাছি ব্যয় হতো। কিন্তু মাত্র পাঁচ বছরের ব্যবধানে সেই বিদ্যুতের দাম কমে ১০ সেন্টে নেমে এসেছে। কিন্তু এখন সৌর ছাড়া অন্য সব বিদ্যুতের উৎপাদন খরচই ইউনিটপ্রতি ১০ সেন্টের অনেক ওপরে। গত বুধবার (১৮ জানুয়ারি) গ্যাসের দাম বৃদ্ধি করায় এখন গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের খরচও নবায়নযোগ্য জ্বালানির চাইতে বেশি হবে বলে মনে করা হচ্ছে। বিস্তারিত জানুন
৮১২ কোটি বিনিয়োগে ১ লাখ কোটি টাকার এলএনজি ব্যয় সাশ্রয় করেছে বাপেক্স
গ্যাসের স্থানীয় পর্যায়ে সরবরাহ সংকট ও বিশ্ববাজারে এলএনজির দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে স্থানীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে গুরুত্ব দেয় জ্বালানি বিভাগ। এ প্রক্রিয়ার অংশ হিসেবে রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাপেক্সকে গ্যাস অনুসন্ধানে ব্যাপকভাবে কাজে লাগানোর উদ্যোগ নেয়া হয়। এতে সফলতাও মিলেছে এরই মধ্যে। গত এক বছরে অনুসন্ধান, উন্নয়ন ও ওয়ার্কওভারের মাধ্যমে নয়টি কূপে ৮১২ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে ৭২৩ বিসিএফ (বিলিয়ন ঘনফুট) গ্যাসের মজুদ আবিষ্কার করেছে সংস্থাটি। বিস্তারিত জানুন
বছরে ৩ বিলিয়ন ডলারের আমদানি না করে গ্যাস অনুসন্ধানে বিনিয়োগ উত্তম
দেশের গ্যাস খাতের মহাপরিকল্পনাটি প্রণয়ন করানো হয়েছিল ডেনমার্কের প্রকৌশল ও পরামর্শক প্রতিষ্ঠান র্যাম্বলকে দিয়ে। সে সময় বাংলাদেশে গ্যাসের চাহিদা ও সরবরাহের ওপর মধ্যম মেয়াদি এক প্রক্ষেপণে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছিল, ২০২১ থেকে ২০৩০ সাল পর্যন্ত প্রতি বছর বাংলাদেশের চাহিদা পূরণে গ্যাস আমদানিতে ব্যয় করতে হবে ৩ বিলিয়ন ডলারের বেশি। বিস্তারিত জানুন
বারবার দাম বাড়িয়ে কি গ্যাস–সংকট মেটানো যাবে?
বিদ্যুতের দাম ৫% বাড়ানোর এক সপ্তাহের মধ্যেই নির্বাহী আদেশে রেকর্ড পরিমাণ বাড়ানো হলো গ্যাসের দাম। গড় মূল্যবৃদ্ধি ৮২% হলেও বিদ্যুৎ ও শিল্প খাতে মূল্যবৃদ্ধির হার ১৫০ থেকে ১৭৯%। (এবার গ্যাসের রেকর্ড মূল্যবৃদ্ধি, প্রথম আলো, ১৯ জানুয়ারি ২০২৩) মাত্র সাত মাস আগেই জুন ২০২২ এ গ্যাসের দাম গড়ে ২৩% বাড়ানো হয়েছিল। এবার বিদ্যুৎ ও শিল্প খাতে গ্যাসের মূল্য প্রায় তিন গুণ হওয়ার ফলে বিদ্যুৎ থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর ব্যাপক মূল্যবৃদ্ধির আশঙ্কা রয়েছে। বিস্তারিত জানুন
তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম খোলাবাজারে কমতির দিকে। এলএনজির দাম প্রতি ইউনিট ২৫ ডলারের নিচে নেমে এসেছে। অথচ গত বছর বিশ্ববাজারে এ দাম ৭০ ডলারে উঠেছিল। দামের এ নিম্নমুখী প্রবণতা দেশের বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন কি?
এলএনজি দাম খোলাবাজারে কমলেও প্রথম আলোর এই জরিপে অংশ নেওয়া প্রায় ৯০% মানুষই মনে করেন দামের এ নিম্নমুখী প্রবণতা দেশের বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে না। বিস্তারিত জানুন
সৌরবিদ্যুতে মিলবে সংকটের সার্বিক সমাধান
বিশ্ব পরিবেশ ও জ্বালানি সংকটে সমূহ দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় নবায়নযোগ্য উৎস। পৃথিবীর প্রতিটি দেশ এখন সেদিকেই ঝুঁকছে। বাংলাদেশও অন্তত ১০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনে এ পরিকল্পনা করেছিল, কিন্তু প্রভাবশালী তেল-গ্যাস লবির দৌরাত্ম্যে সে ক্ষেত্রে সাফল্য এসেছে সামান্যই। সোলার প্যানেলের দক্ষতা দিন দিন বাড়ছে। দামও কমছে পাল্লা দিয়ে। প্রচলিত সেন্ট্রাল ইনভার্টারের পরিবর্তে ডিস্ট্রিবিউটেড প্রযুক্তির ‘স্ট্রিং ইনভার্টার’ সৌর প্রকল্পের ডাউন টাইম ব্যাপকভাবে কমিয়ে এনেছে। বিস্তারিত জানুন
‘শুধু অতিরিক্ত বিদ্যুৎ বিল নয়, দৈনন্দিন খরচও বেড়ে যাবে’
বিদ্যুতের ভোক্তা পর্যায়ে মূল্যবৃদ্ধির ফলে ভোক্তাকে কেবল অতিরিক্ত বিদ্যুৎ বিলই দিতে হবে তা নয়, বরং বিভিন্নভাবে তার দৈনন্দিন খরচ বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়লগ-সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। খন্দকার মোয়াজ্জেম বলেন, ‘বিদ্যুতের দাম বাড়ার ফলে ভোক্তা পর্যায়ে ব্যয় তো বাড়বেই, একইসঙ্গে বিদ্যুৎভিত্তিক কৃষি ও শিল্পখাতে উৎপাদন ব্যয় বাড়বে। ফলে বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়বে। বিস্তারিত জানুন
Bangladesh is making hefty penalty payments in dollar for LNG
Bangladesh is paying demurrage for payment delays against LNG import and less-than-agreed re-gasification of the liquid gas in two offshore units under private sector, sources said. Long-term suppliers of the liquefied natural gas (LNG) are bagging around US$160-200 million while floating, storage, re-gasification units (FSRU) owners getting US$7.80 million as extras every month, they said, at a time when the country exercises austerity for forex crunch. Read More
Businesses decry power price hike
‘The recent retail electricity tariff hike, although relatively minimal, will ultimately create an additional economic burden on the smooth operations of the private sector and power intensive industries,’ Dhaka Chamber of Commerce and Industry president Sameer Sattar said in a statement. Read More
More power, but at what cost?
The final Integrated Energy and Power Master Plan (IEPMP), prepared by the Ministry of Power, Energy and Mineral Resources (MPEMR), is coming out in March this year – at a time when the sector may still be going through a short to medium-term crisis. However, even if the crisis is not long lived, the strategy should still go beyond to tackle problems in the medium and long run. Read More
Who really benefits from higher electricity prices?
The government has recently raised the electricity price for consumers by five percent on average, bypassing the procedures of the Bangladesh Energy Regulatory Commission (BERC). Not only that, the State Minister for Power, Energy and Mineral Resources Nasrul Hamid said that, from now on, electricity prices will be “adjusted” in the first week of every month by executive order. Read More
Big hike in gas prices for power plants, industry
The government yesterday raised the retail price of gas by 14.5 percent to 178.9 percent for industries, power plants and commercial establishments, who together account for 78 percent of gas use in Bangladesh, as it looks to lessen its unsustainable subsidy burden amid a narrow fiscal space. Read More
How will Bangladesh pay for massive upcoming power projects this year?
Little did Bangladesh imagine how the Ukraine war and subsequent sanctions by the USA on Russian oil would crumble that achievement. Bangladesh’s feat in the energy sector was done through aggressively building hundreds of power plants using imported fuel, coal and liquefied natural gas (LNG) – prices of which have marked a significant rise. Read More