Highlights from February 2023
- সরকারের নির্বাহী আদেশে এক মাসের মধ্যে আবার বাড়ানো হচ্ছে বিদ্যুতের দাম।
-
পাকিস্তান ও বাংলাদেশ দুই দেশেই বছরের পর বছর ধরে বিদ্যুৎ কেন্দ্রগুলো লাভজনকভাবে ব্যবসা করলেও দায় ও আর্থিক চাপে পড়েছে রাষ্ট্র ও জনসাধারণ।
-
কক্সবাজার ৬০ মেগাওয়াট বায়ুবিদ্যুৎ প্রকল্পের কাজ শেষ হলে বিদ্যুৎ সমস্যা থেকে মুক্তির আশা করছে স্থানীয়রা।
-
পেট্রোবাংলা জানায়, স্পট মার্কেট থেকে ৮ কার্গো এলএনজি আমদানি করা হবে যা দিয়ে গ্রীষ্মের চাহিদা মেটানো হবে।
-
বিদ্যুৎ ও পানির ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এত বিপুল পরিমাণ ভর্তুকি দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়।
- ডলারে বিদ্যুৎ চুক্তি হওয়ায় গত এক বছরে পিডিবির বাড়তি ব্যয় ১২ হাজার কোটি টাকা।
- Renewable energy : The power of the sun in the palm of our hands.
- Opportunity for Bangladesh to Accelerate a Clean Energy Transition.
- Countries like Bangladesh may have to meet their LNG demand from volatile spot markets for the foreseeable future.
- The BPDB has signed a 20-year power purchase agreement (PPA) with Tessta Solar Limited to buy electricity from this plant.
- State Minister for Power, Energy, and Mineral Resources Nasrul Hamid said Bangladesh needs technological cooperation to promote solar power.
- Energy experts and government power officials fear that load shedding could reach 3,000 MW this summer, making it worse than last year.
- Over dependence on expensive imported LNG raises the country’s fiscal burden, forcing the government to charge consumers.
- Bangladesh targets 40% power generation from clean energy by 2041. But why is it going so slow, especially when the country is suffering from problems?
সরকারের নির্বাহী আদেশে এক মাসের মধ্যে আবার বাড়ানো হচ্ছে বিদ্যুতের দাম
গত জানুয়ারিতে দুই দফায় বাড়ানো হয় বিদ্যুতের দাম। এটি জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুই ভাগে কার্যকর হয়েছে। সবশেষ ৩০ জানুয়ারির প্রজ্ঞাপনে খুচরা পর্যায়ে ৫ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ৮ শতাংশ বাড়ানো হয় বিদ্যুতের দাম। বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ সামলাতে এ বছর প্রতি মাসে বিদ্যুতের দাম সমন্বয় করছে সরকার। এ নিয়ে গত ১৪ বছরে পাইকারি পর্যায়ে ১১ বার ও খুচরা পর্যায়ে ১৩ বার বাড়ানো হলো বিদ্যুতের দাম। বিস্তারিত জানুন
পাকিস্তান ও বাংলাদেশে বছরের পর বছর ধরে দায় ও আর্থিক চাপে পড়েছে রাষ্ট্র ও জনসাধারণ
বিশেষজ্ঞদের ভাষ্যমতে, পাকিস্তানের মতো বাংলাদেশেও বিদ্যুৎ খাতে বেসরকারি উৎপাদন কেন্দ্রের (আইপিপি) আধিপত্য বেশি। আবার দুই দেশে বিদ্যুতের ট্যারিফ নির্ধারণের ক্ষেত্রে শর্ত ও কাঠামোও অনেকটাই সমজাতীয়। দুই দেশেই বছরের পর বছর ধরে বিদ্যুৎ কেন্দ্রগুলো লাভজনকভাবে ব্যবসা করলেও দায় ও আর্থিক চাপে পড়েছে রাষ্ট্র ও জনসাধারণ। বিস্তারিত জানুন
কক্সবাজার ৬০ মেগাওয়াট বায়ুবিদ্যুৎ প্রকল্পে বিদ্যুৎ সমস্যা থেকে মুক্তির আশা করছে স্থানীয়রা
গ্যাসের স্থানীয় পর্যায়ে সরবরাহ সংকট ও বিশ্ববাজারে এলএনজির দাম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে স্থানীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে গুরুত্ব দেয় জ্বালানি বিভাগ। এ প্রক্রিয়ার অংশ হিসেবে রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাপেক্সকে গ্যাস অনুসন্ধানে ব্যাপকভাবে কাজে লাগানোর উদ্যোগ নেয়া হয়। এতে সফলতাও মিলেছে এরই মধ্যে। গত এক বছরে অনুসন্ধান, উন্নয়ন ও ওয়ার্কওভারের মাধ্যমে নয়টি কূপে ৮১২ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে ৭২৩ বিসিএফ (বিলিয়ন ঘনফুট) গ্যাসের মজুদ আবিষ্কার করেছে সংস্থাটি। বিস্তারিত জানুন
স্পট মার্কেট থেকে ৮ কার্গো আমদানি করা এলএনজি দিয়ে গ্রীষ্মের চাহিদা মেটানো হবে
ইউক্রেন যুদ্ধের কারণে দাম বেড়ে যাওয়ায় গত বছরের শেষ দিকে সরকার স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি বন্ধ করে দিলে দেশে জ্বালানি সংকট দেখা দেয়। এতে বিদ্যুতে শিডিউল লোডশেডিং করা হয়। সরকারের তরফ থেকে একঘণ্টা লোডশেডিংয়ের কথা বলা হলেও প্রকৃত লোডশেডিং তার চাইতে বেশি ছিল। এবারের গ্রীষ্মে লোডশেডিং এড়াতে ও বিদ্যুতে গ্যাস সরবরাহ ঠিক রাখতে আবারও স্পট মার্কেটের এলএনজি কেনার সিদ্ধান্ত নেয় সরকার। বিস্তারিত জানুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিদ্যুতে এত বিপুল পরিমাণ ভর্তুকি দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়
বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এত বিপুল পরিমাণ ভর্তুকি দেওয়া সরকারের পক্ষে সম্ভব নয়। ১ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে ১২ টাকা খরচ হয় উল্লেখ করে সরকার প্রধান বলেন, ‘সেখানে আমরা নিচ্ছি মাত্র ৬ টাকা। তাতেই আমরা অনেক চিৎকার শুনি। গ্যাস-বিদ্যুৎ সাপ্লাই দেওয়া যাবে, যদি সবাই ক্রয়মূল্য যা হবে, সেটা দিতে রাজি থাকে। তাহলে দেওয়া যাবে। বিস্তারিত জানুন
ডলারে বিদ্যুৎ চুক্তি হওয়ায় গত এক বছরে পিডিবির বাড়তি ব্যয় ১২ হাজার কোটি টাকা
সরকারি-বেসরকারি সব বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ চুক্তিতে ইউনিটপ্রতি বিদ্যুতের দাম হিসাব করা হয় মার্কিন ডলারে। গত এক বছরে ডলারের দাম ৮৫ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০৫ টাকা। এতে এক বছরে পিডিবির বাড়তি ব্যয় দাঁড়িয়েছে ১২ হাজার কোটি টাকা। তারপরও নতুন বিদ্যুৎকেন্দ্রের চুক্তি হচ্ছে ডলারে। চুক্তি ডলারে করায় বিল হিসাব করা হয় ডলারের চলতি বিনিময় হার ধরে। এক বছর আগে ১ ডলার সমান ৮৫ টাকা ধরে বিল দিত পিডিবি। এখন সেই ডলার ১০৫ টাকা দরে বিল দিতে হচ্ছে। বিস্তারিত জানুন
The power of the sun in the palm of our hands
Renewable energy refers to the use and development of natural energy sources, such as solar, wind, and hydro-electric power which can provide a more stable and reliable source of power, particularly in countries like Bangladesh that are prone to natural disasters such as cyclones and floods. Read More
LNG Demand Destruction: Opportunity for Asia to Accelerate a Clean Energy Transition
Could the unprecedented energy crisis of 2022 accelerate the adoption of renewable energy in Asia and will Asian nations find a way towards a more energy-secure future? The transition to renewable energy is not without its challenges. Nevertheless, the energy crisis could serve as a catalyst for accelerating the transition to renewable energy in Asia. Read More
Tight LNG supplies to continue through 2025: IEEFA
Record high prices and unreliable supplies in 2022 have hampered long-term LNG demand growth in Europe and Asia. India, Bangladesh, and Pakistan reduced LNG demand by 16% last year. The report noted that existing contractors could not increase LNG supplies, so these countries may have to meet their LNG demand from volatile spot markets for the foreseeable future. Read More
Country’s largest solar power plant begins trial operation
Teesta Solar Limited, a subsidiary of the Beximco Group, has commenced power generation and transmission to the national grid on a trial basis. The 200 MW solar power station in Gaibandha will be the country’s largest solar-based power station, owned by industrial conglomerate Orion Group. The BPDB has signed a 20-year power purchase agreement (PPA) with Tessta Solar Limited to buy electricity from this plant. Read More
Nasrul: Bangladesh needs technological cooperation for promotion of solar power
The state minister says Bangladesh is expanding solar-powered irrigation. State Minister for Power, Energy, and Mineral Resources Nasrul Hamid said Bangladesh needs technological cooperation to promote solar power. The ISA chief said solar power could be promoted through a coordinated effort. “Investment in the solar power sector could be expedited through policy support. Read More
Summer looks bleak for life, economy
Energy experts and government power officials fear that load shedding could reach 3,000 MW this summer, making it worse than last year. The government’s plan to increase energy supply concerns mainly importing liquefied natural gas or LNG. ‘With so many variables at work, it is difficult to predict where we are heading,’ said energy analyst Badrul Imam. Read More
Cleaner energy could save Bangladesh from the cost of gas imports
The government’s plan to increase energy supply concerns mainly the import of LNG; US$ 0.083 per cubic meter was added to power generation gas prices. Increasing renewable energy sources could reduce Bangladesh’s gas import costs for power generation. In January 2023, electricity prices were raised twice by 5% in 20 days. Gas prices were raised by 179% for various sectors by the government. Read More
Clean energy will reduce our fiscal burden
Dependence on expensive imported LNG, coal, and oil raises the country’s fiscal burden, forcing the government to charge consumers. Without a major overhaul of the imported fossil-fuel-dependent energy system, the country’s average power generation cost will rise. High fuel and electricity prices will hurt industries, and the power sector may still struggle to supply electricity. Read More
Renewable energy may provide South Asia relief from energy price shocks
Unaffordable fuel prices have also impacted economic scenarios with rising inflation and depleting foreign currency reserves. Government interventions, however, appear to be insufficient to some extent. South Asian nations could reduce energy insecurity and current account risks by expanding renewable energy. In India, Pakistan, and Bangladesh, high energy prices have affected power, industry, and agriculture. Read More
Bangladesh to require $30b in 5 years to implement power masterplan: Nasrul
State Minister for Power, Energy, and Mineral Resources Nasrul Hamid has requested Japanese assistance to implement Bangladesh’s integrated energy and power master plan. He welcomed the newly appointed Japanese ambassador and said Bangladesh will need $30 billion in five years to implement master plan projects. Japan will always support Bangladeshi development, the ambassador said, thanking the State Minister for 100% electrification. Read More